পড়ুন আগের সংখ্যাগুলি

Friday, December 14, 2018

কবিতা- ওয়াহিদা খন্দকার





পুরনো বৈশাখ

কলমে নামছে দেখো পুরনো বৈশাখ,
মনে আছে তুমি মেঘ ছিলে একদিন !?
 আমি হয়ত বিবর্ণ গাঙ।
বুক থেকে জলীয়বাষ্প ওড়ে নি বলে
সমীকরণে তুমি পরপুরুষ,সুপুষ্ট

আমাকে একটা দাগ দিতে পারো?
নিয়নের মতো,স্পষ্ট, অস্থায়ী!
 বিষণ্ণ?
যেখানে হাতের বাঁকে হারিয়ে যায়
 নির্লজ্জ রাজপথ!
 নদী নয় দিঘীতে বাঁধা পড়ি এবার।
মেঘের পিপাসা যেখান থেকে
 অনেক দূর।

 তবে জেনো বৃষ্টিটা অবশ্যই বুক
 পেতে নেবো।


No comments:

Post a Comment