পড়ুন আগের সংখ্যাগুলি

Friday, December 14, 2018

কবিতা- মীনাক্ষী মুখার্জী




এক একটা লাইন ' ৎ '

পথ বাঁক নিলে জেগে ওঠে
 নক্ষত্রবলয়
লগ্নের লগ্নীকরণ করেছি বারংবার
 বিস্ময় ফিরিয়ে দিতে শেখে নি
 তবু কি সমস্তটা গ্রহণ করতে
পেরেছো, বিস্ময়?
আজও গর্ভপাত রক্তে লেগে আছে
ছিটেফোঁটা
 উধাও সময় থেকে দ্রুত প্রহর
 হয়েছে দ্বি
 অপার হয়তো ক্লান্তি ফুরাচ্ছে
বিবেক ও বোধের সেমিকোলনে


No comments:

Post a Comment