Friday, December 14, 2018

কবিতা -শিবু মণ্ডল





অভিমান ও একটি মৃত শহর
১।
আমি তোমাকে নয়, লিখতে চেয়েছি একটি মৃত শহরের জলকথা
যেমন দুরন্ত মেঘ রেখে যায় বৃষ্টি!

আলেয়ার থেকে দূরে উত্তাপ নিয়ে

তবুও তো ভাবি তাহাদের সাথে কিছু কথা ছিলো
তবুও তো ভাবি তাহাদের সাথে কিছু বিবাদ ছিলো

তবু, তবু, মন্দ আর ভালো নিয়ে কিছুতো বলার ছিলো
২।
আভিমান গাঢ় হলে রাত আসে প্রিয়ার মতন
রাত গাঢ় হলে আলো আসে ভোরের মত
আমি শুধু ঘুমকে পাশে রেখে নিশ্চিন্তে শুয়ে থাকি

জানি সেই প্রতিটি রাত আমার মৃত্যুরাত
মানি সেই প্রতিটি ভোর আমার জন্মদিন

মাঝে শুধু এক দীর্ঘ অন্ধকার টানটান হয়ে জাগে 

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"যাইতে যাইতে যাইতে, কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া, রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন “দেখিলেন, বনে...

পছন্দের ক্রম