Friday, December 14, 2018

কবিতা কস্তুরী সেন





চেষ্টা

ওহে ও বিরুদ্ধ কথা ওহে নিত্য শঙ্কার সাধন

ওহে অন্ধ,
যষ্টি ঠুকে ঠুকে চলা ডুবোক্ষেতে
কিন্তু চলা কতদূর প্রিয়...

যেমন নদীতে ভাদ্র
আঁচলের গেরো খুলে গেরো বেঁধে
নিতান্ত বিরান যাওয়া দারুণ দুপুর
যেমন জানতে সাধ টুবটুব রসশব্দে, আদতে তা কতদূর ভরায় পাতিল
কতদূর অন্যদেশে অন্যদেহে চেনা বৃক্ষ দেয় তার
 আতখা রোপণ!

ওহে ও ধবল শব্দ, ঘুমভাঙা এলোটিপে
গল্পাভাস যতদূর আলুথালু যাক...
পাঠচেষ্টা দিও কিছু তুমি তাকে
পাঠচেষ্টা দিও

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"যাইতে যাইতে যাইতে, কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া, রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন “দেখিলেন, বনে...

পছন্দের ক্রম