গোলাপপথ
তোমাকে তখন মনে হয় ফুটন্ত গোলাপ
অনেক দূরের তুমি
দূর থেকে দেখি আর পাপড়ি ছড়িয়ে বসি
কাছে এসে হাত চেপে ধরো, আর ছেড়ে দাও
শ্বাস চেপে ধরে বুক
সর্বনাশ আমাকে ছাড়ে না ।
অনেক দূরের তুমি
দূর থেকে দেখি আর পাপড়ি ছড়িয়ে বসি
কাছে এসে হাত চেপে ধরো, আর ছেড়ে দাও
শ্বাস চেপে ধরে বুক
সর্বনাশ আমাকে ছাড়ে না ।
তুমি কি তখনও ভাবো, আমাকেও ? আমাকেই ?
আমার সমস্ত আমি ভেঙে ভেঙে যায়
স্তব্ধতায় ভার হয়ে বসে থাকি তোমাকেই ঘিরে
উইন্ডোসিট, কোথাও তুমি নেই, তুমি নেই !
আমার সমস্ত আমি ভেঙে ভেঙে যায়
স্তব্ধতায় ভার হয়ে বসে থাকি তোমাকেই ঘিরে
উইন্ডোসিট, কোথাও তুমি নেই, তুমি নেই !
হাহাকার শূন্যতা একার...
তুমি শুধু পথ, আমি চলে যাই পেরিয়ে পেরিয়ে
শিকড়ে-বাকড়ে চুমু রাখি
ভালোবেসে অনেক দূরের যে-আমি আত্মবিমুখ
নিজেকে নতুন করে জানি যা-কিছু অজানা...
শিকড়ে-বাকড়ে চুমু রাখি
ভালোবেসে অনেক দূরের যে-আমি আত্মবিমুখ
নিজেকে নতুন করে জানি যা-কিছু অজানা...
ও গোলাপপথ, বেশ জানি
তোমাকে আমার করে পাওয়া যাবে না যাবে না।
তোমাকে আমার করে পাওয়া যাবে না যাবে না।
No comments:
Post a Comment