Friday, December 14, 2018

কবিতাগুচ্ছ জ্যোতির্ময় মুখার্জি





আদল ভেঙেছে জ্বর

সে যেন খুব দূর
আর তোমাকে
পেরিয়ে যাচ্ছো শীত

এভাবে আলো আসে
কালো কালো
বা

যে স্রোত
চ‍্যাটচ‍্যেটে চুমুর ভিতর

অথবা রং
দূরের কেউ

আদল ভেঙেছে জ্বর




সব জুতোর সমাচার

বিপরীত
অথচ কতো দূর

নদী তোর ধুলো ধুলো বুক

এসো
এসো
গাঁথো
ফসল ফলাও
বা, নষ্ট

সব জুতোর সমাচার

আসলে, প্রতিটি মেয়ের গায়েই
একটা লেপ্টে থাকা হরিণ থাকে

ধান বুনতে বুনতে ফুরিয়ে যায় বীজ





এ মাংসে কোনো মন্দির বানিয়ো না

তুমি খুব ডুবতে ভালোবাসো, তাই না?

আর যা কিছু রোদের অপরাধে
হয়তো বেড়ে গ‍্যালো খেলার দোষ

প্লিজ্ বেবি,
এ মাংসে কোনো মন্দির বানিয়ো না




সজারু-রাত

আমাদের প্রত‍্যেকের ভিতর
একটা গোপন প্রকোষ্ঠ থাকে
ওখানে তিনটে হাত আর
চারটে পা নিয়ে সজারু হয় রাত

এখন তুমি আরামসে হাত বা পায়ের সংখ্যা
বাড়াতেই পারো এবং কমাতে

শুধু শেষ রাতে,
মাথাটা খুলে পড়ে ঘাড় থেকে

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"যাইতে যাইতে যাইতে, কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া, রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন “দেখিলেন, বনে...

পছন্দের ক্রম