Sunday, December 16, 2018

দুটি কবিতা- চৈতালী চট্টোপাধ্যায়






ভালোবাসা

স্বপ্নে তাকে নুনের মতো লাগে।
ছড়িয়ে আছে ব্যঞ্জনে,লাউশাকে।
এ উপমায় প্রেম কি বোঝা গেল,
সুদূর থেকে গন্ধ ভেসে এল,
কালোজিরের।গোলাপবাগান ছেড়ে
তেলচিটে তাক।পাত্রখানি পেড়ে,
আহার সাজাই।থালায় রাখি ওকে।
রান্নাঘরে জড়িয়ে গেছি খুব!
পাঁচমিশালি স্বাদে ও সবজিতে
তূমি-ই আমার ভিটামিনের রূপ


খুনি

কে সমস্ত গুড় চেটে নিয়ে শুধু তেতো রেখে গেল!
কে আজ ঘরের চাবি জলে ফেলে দিল!
কে আলোর মুখ বেঁধে, সমূহ আঁধার
পথে-পথে ছড়িয়ে রাখল!
কে লিখবে প্রতিবাদ,সে কখন পোকা-পড়া ঘুমের পুকুরে নেমে গেছে!
এত ভয়! এতদূর অনিশ্চয়!
'প্রেম' মুছে দিয়ে দেহে এই আমি 'মৃত্যু' সাজালাম

No comments:

Post a Comment

একনজরে

সম্পাদকীয়-র পরিবর্তে

"যাইতে যাইতে যাইতে, কত দেশ, কত পর্বত, কত নদী, কত রাজার রাজ্য ছাড়াইয়া, রাজপুত্র এক বনের মধ্যে দিয়া উপস্থিত হইলেন “দেখিলেন, বনে...

পছন্দের ক্রম